
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বারি সরিষা-১৪ চাষের ওপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে আনন্দপুর গ্রামের কৃষক কুদ্দুস মিয়ার বাড়ির প্রাঙ্গণে কৃষকদের উপস্থিতিতে মাঠ দিবসে সভাপতিত্ব করেন সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্র পালের সঞ্চালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত মাঠ দিবস অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ তারেক। এতে বক্তব্য রাখেন প্রদর্শনী কৃষক কুদ্দুস মিয়াসহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এক সময় এ দেশের মানুষের কাছে সরিষার তেলের কদর ছিল অনেক বেশি। সয়াবিন,পামওয়েলসহ বিভিন্ন প্রকার ভোজ্যতেলের কারণে সে কদর আর সরিষা তেলের নেই। কিন্ত বাজারে বিক্রি হওয়া ওইসব তেলের চাইতে সরিষা তেল অনেক উপকারী ও স্বাস্থ্যসম্মত। সে ক্ষেত্রে বাঙালির ঐতিহ্য সরিষার তেলকে বাচিঁয়ে রাখতে কৃষকদেরই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আর সে জন্যই বেশি করে সরিষার আবাদ করতে হবে।
মাঠ দিবসে কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।