আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর পরিবারে আরো পাঁচজন করোনায় আক্রান্ত হলেন। আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর)থেকে পাঠানো রির্পোটে ওই প্রবাসীর আরেক ছোট ভাইয়ের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এর আগে প্রবাসীর স্ত্রী,একমাত্র কন্যা ও ছোট দুই ভাইয়ের মধ্যে করোনা আক্রান্ত ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে তার পরিবারে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওই প্রবাসীর স্ত্রী, একমাত্র কন্যা ও দুই ছোট ভাই করোনা আক্রান্ত ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তাকেও জেলা সদরে আইসোলেশনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় মৃত প্রবাসীসহ একই পরিবারে ছয়জন ও হাসপাতালের ওটিবয় করোনায় আক্রান্তের কথা স্বীকার করে জানান, এ নিয়ে সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন।