
মো:তৌফিকুল ইসলাম, তিতাস(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার তিতাস ঊপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আনুমানিক ১টার সময় উপজেলার কলাকান্দি ইউনিয়নের হাড়াইকান্দি গ্রামে।
ভিকটিম মুরাদনগর উপজেলার দাররা ইউনিয়নের পুটিয়াছরি গ্রামের বাসিন্দা। সে তার মায়ের সাথে তিতাসে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
ভিটিমের মা বলেন, ধর্ষণের শিকার শিশুটি আমার ছোট ভাইয়ের সাথে খেলছিল ।এমন সময় হাড়াইকান্দি গ্রামের নাজির মিয়ার ছেলে মাসুম(২৫) পেয়ারা দিবে বলে আমার মেয়েকে ডেকে নিয়ে বাড়ির পাশে ধইনচা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় আমার মেয়ের চিৎকার শুনে আমরা দৌড়ে গেলে মাসুম পালিয়ে যায়। সাথে সাথে আমি বিষয়টি বাহার চেয়ারম্যানকে জানালে তিনি হাসপতালে পাঠান। বর্তমানে শিশুটি তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে।
এবিষয়ে বাহার চেয়ারম্যান বলেন, আমি নিজে গিয়ে বাচ্চাটাকে দেখেছি এবং দ্রুত হাসপতিালে পাঠিয়ে ওসি সাহেবকে ফোন দিয়ে বিষয়টি জানাই এবং এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন ,আমি বাহার চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে হাসপতালে যাই এবং ভিকটিমের সাথে কথা বলেছি।খুব শীঘ্রই আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।