আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে উপজেলা আ’লীগ আয়োজিত ৪৭তম জে’লহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৮টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড. মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মনজুুরুল হক চৌধুরী। সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন দলীয় নেতা -কর্মীরা। বিকাল ৪টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনজুুরুল হক চৌধুরী’র সঞ্চালনায় আ’লীগের সভাপতি অ্যাড. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মালেক সরকার, আ’লীগের সহ -সভাপতি আলহাজ্ব করিমুল ইসলাম, মশিউর রহমান, আরমিন জাহান, কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির সদস্য প্রভাষক সাখাওয়াত উল্লাহ সাকু, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রুবেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম মোনা, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম শুভ, ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির প্রমুখ। আলোচনা শেষে জাতীয় ৪ নেতার রুহের মাগেেফরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।