আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম খানার শিশুদের নিয়ে কেকে কেটে মিষ্টি বিতরণ করা হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে ডোমার থানার সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (১৭ মার্চ) বিকাল ৩টায় দারুল কোরআন খাজা গরীবে নেওয়াজ মাদ্রাসা ও এতিম খানা শতাধিক শিশু নিয়ে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।
পরে এক আলোচনা সভায় উক্ত মাদ্রাসার পরিচালক আলহাজ্ব জুয়েল চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই শাহ আলম, লুৎফর রহমান, এএসআই নুরুল হুদা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কের এএসআই জেসমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ময়নুল ইসলাম, শিক্ষক মুফতি মাজেদুল ইসলাম, মাওঃ জয়নুল আবেদীন, হাফেজ মাওঃ হাবিবুর রহমান, মাওঃ রইছুল ইসলাম, বাংলা শিক্ষক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দেশ ও জাতির মঙ্গলকল্পে বিশেষ মুনাজাত করা হয়।