
তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২০ ই জানুয়ারি) বিকেলে শহরের পাঁচ রাস্তা মোড়ে জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেন বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন উদ্বোধন শেষে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি বলেন, হার্ট মানবদেহের এক গুরুত্ব পূর্ণ অংশ। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য জামালপুরে কোন উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিলনা। জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্বোধনের মধ্য দিয়ে হার্টের চিকিৎসার ক্ষেত্রে জামালপুরে আজ নতুন মাত্রা যোগ হলো। জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নামে হার্টের অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রের শুভ সূচনার মধ্য দিয়ে জামালপুরের মানুষের হার্টের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জামালপুরের ২৬ লক্ষ মানুষের সেবায় জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চিকিৎসা ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে সার্বক্ষণিক ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করতে তথ্য প্রতিমন্ত্রী জামালপুর জেনারেল হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজের ডাক্তারদের আহবান জানান। তথ্য প্রতিমন্ত্রী নিজেও একজন ডাক্তার হওয়ায় তার সহযোগিতার হাত এই প্রতিষ্ঠানের প্রতি সবসময় থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’র সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি। উদ্বোধকের বক্তব্য রাখেন ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিফ কাডিয়ার্ক সার্জন অধ্যাপক ফারুক আহমেদ, জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম বার, পৌরসভার মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, সিভিল সার্জন ডাঃ গৌতম রায় প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জিএসএম মিজানুর রহমান।