
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ৭ মে ২০২০ বৃহস্পতি বার জামালপুরে স্বাস্থ্য প্রশাসনের প্রাপ্ত প্রতিবেদনে নতুন আরও ২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তন্মধ্যে (মাদারগঞ্জ উপজেলা -২জন, ইসলামপুর-উপজেলা- ১১এবং জামালপুর সদর- ৯ জন। সেই পরিপ্রেক্ষিতে ৭মে পর্যন্ত জেলায় নতুন করে মোট করোনা ভাইরাসে শনাক্ত হলেন ২২ জন। নতুন এই ২২ জন নিয়ে জামালপুর জেলার ৭টি উপজেলায় সর্বমোট শনাক্ত হলেন ১০৩ জন। (সরিষাবাড়ী ৮, মেলান্দহে ৫, মাদারগঞ্জে ১৩, বকশীগঞ্জে ৫, দেওয়ানগঞ্জে ৪, ইসলামপুরে ২১, সদরে ৪৭)।