মো.আলী হোসেন খান::
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি প্রেম কাহিনী নিয়ে ঘটে চলছে একের পর এক ঘটনা। হামলা-পাল্টা হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে বাড়িঘর। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খালিশা পাড়া গ্রামে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১১ এপ্রিল শনিবার সরজমিনে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালিশা পাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে পারভেল মিয়া ও তাদের পাশের বাড়ির মধু মিয়ার মেয়ে শাহিদা বেগমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত প্রায় ২ মাস আগে প্রেমের টানে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রেমিক যুগল। এ নিয়ে মামলা হলে প্রেমিকার বয়স কম থাকায় তাকে সেইভ কাস্টুডিতে ও প্রেমিক জেল হাজতে রয়েছে।
এদিকে-তাদের এ প্রেম কাহিনী নিয়ে গ্রামে ঘটে চলছে একের পর ঘটনা। গত বুধবার প্রেমিক পক্ষের হামলায় প্রেমিকা পক্ষের আলবাব মিয়া আহত হন। আবার প্রেমিকা পক্ষের হামলায় প্রেমিক পক্ষের ফুলতেরা বিবি, জেবুন্নেছা বেগম ও তামান্না বেগমসহ ৪ জন আহত হন। এ ঘটনায় প্রেমিক পক্ষের ঘরবাড়ি দা দিয়ে এলোপাতারি কুপিয়ে ভাংচুর করা হয়।
এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। প্রেমিক পক্ষের আহত জেবুন্নেছা বেগম অভিযোগ করে বলেন, মধু মিয়ার ভাড়াটিয়া সন্ত্রাসী দবির মোল্লাসহ তার লোকজন আমাদেরকে মারপিট করে ঘর ভাংচুর করেছে। এখনো তাদের ভয়ে আমরা আতঙ্কিত আছি। যে কোন সময় আবার এসে মারপিট করতে পারে।
তবে মধু মিয়ার ছেলে জালাল উদ্দিন পাল্টা অভিযোগ করে বলেন, তারা আমার ভাই আলবাবকে প্রাণে মারতে চেয়েছিলো। অন্য মানুষ দেখে ফেলায় রক্ষা হয়েছে।
তবে এ ব্যাপারে জানতে চাইলে মাওলানা দবিরুল ইসলাম বলেন, এ বিষয়ে গ্রামের মানুষকে জিজ্ঞাসা করুন।