মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা ঃ
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে (হোমনা-মেঘনা সার্কেল) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করীম তার অভিযান অব্যাহত রেখেছেন। প্রতিদিনের ন্যায় আজ শনিবার সকালেও হোমনার বিভিন্ন জনসমাগম স্হলে বিশেষকরে রাস্তায় আড্ডা ও বিনা প্রয়োজনে ঘোরাঘুরি বন্ধ করে দেন।
তিনি গণমাধ্যম কর্মীদের জানান, সকাল বেলায় একটু হাঁটাহাটি, বাতাস খাওয়াসহ নানা অজুহাতে মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছে। তাদেরকে বোঝানোই যাচ্ছেনা যে বর্তমানে আমরা একটি কঠিন সময় পার করছি। পুলিশ দেখলেই মাস্ক পরা শুরু করে, আবার অনেকে দৌড়ে পালিয়ে যায়।
এসময় তিনি জনগণের উদ্দেশে বলেন, আমরা আপনাদের নিরাপত্তায় বাইরে আছি, আপনারা আমাদের নিরাপত্তায় যার যার ঘরে থাকুন, নিরপদে থাকুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিনা প্রয়োজনে রাস্তা-ঘাট, দোকান-পাট এবং হোটেলে বসে গল্প-গুজব করা থেকে বিরত থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।
পুলিশের এই কর্মকর্তা জানান, দেশে যতোদিন পর্যন্ত করোনা পরিস্থিতি বিরাজমান থাকবে ততোদিন পর্যন্ত জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।