
মো. আনিছুল করিম, বিশেষ প্রতিনিধি , গাইবান্ধা :
আজ সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধার সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক আবদুল মতিন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবুন নাহারের সভাপতিত্বে উক্ত সেমিনারে বিভিন্ন দপ্তরের প্রধানসহ উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।