ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে খুলনা মহানগরীর ৪ শীর্ষ স*ন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টীম আজ ০৪ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সঙ্গীতা হোটেল থেকে খুলনা মহানগরীর তালিকাভূক্ত শীর্ষ স*ন্ত্রাসী ১. সাকিবুর রহমান ওরফে জিতু (৩৩), পিতা-অলিয়ার রহমান, সাং-পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড়, থানা-খুলনা সদর এবং তার সহযোগী কুখ্যাত সন্ত্রাসী ২. জাহাঙ্গীর হোসেন মিয়া (৪৫), পিতা-মৃত: ইদ্রিস আলী মিয়া, সাং-মেঘার মোড়, থানা-খালিশপুর, ৩. শাওন (২৪), পিতা-মোঃ জাহাঙ্গীর, সাং-মেঘার মোড়, থানা-খালিশপুর এবং ৪. সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ (২৮), পিতা-হাফিজুর রহমান, সাং-তেগুরিয়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এপি সাং-বাগানবাড়ী, থানা-খালিশপুর, খুলনাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রাথমিক অনুসন্ধানে থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই করে গ্রেফতার স*ন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হ*ত্যা, ডা*কাতি, দ*স্যুতা, চাঁ*দাবাজি, বি*স্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নি*র্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে ১ টি হ*ত্যা মামলাসহ ও ১০ টি মামলা রয়েছে, যার মধ্যে ১ টি মামলায় সে যাবৎজীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত এবং দশ হাজার টাকা জরিমানার সাজা প্রাপ্ত । শাওনের বিরুদ্ধে ২ টি হ*ত্যা মামলাসহ ৬ টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯ টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।