
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : শনিবার সকালের দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া এলাকার ‘সৈয়দ মাছুদ রুমী সেতু’ সংলগ্ন গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরু-এ-আলম।
জানা গেছে , দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে চাপড়া এলাকার ‘সৈয়দ মাছুদ রুমী সেতু’ সংলগ্ন গড়াই নদী থেকে বালু উত্তোলন করছিল । ফলে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কস্থ ‘সৈয়দ মাছুদ রুমী সেতু’ ও হার্ডিঞ্জ ব্রীজ ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি ছিল।
এমতাবস্থায় শনিবার সকালের দিকে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১০ এর (৫) ক ধারায় দুই জনকে ১৫ দিনের এবং অন্য দুইজন কে ১০ এর (৪) গ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরু-এ-আলম । এসময় অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং সব পাইপ কেটে নষ্ট করা হয়।