
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি রংপুর : করোনা মহামারিতে সারা বিশ্ব আজ গৃহবন্দি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ও দলীয় নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন। রংপুরে জেলা আওয়ামী লীগের নতুন মুখ,তরুণ,উদ্যমী নেতা উপ-দপ্তর সম্পাদক এরশাদুল হক রঞ্জু করোনার প্রাক্কালে শহরের অলিগলি থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে গত ২০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সকাল থেকে রাত অবধি নিজেই সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করে প্রচারণা চালান। করোনার শুরুতেই মাইকিং ও ৫০০ পিস হ্যান্ড স্যানিটাইজার,২ হাজার মাস্ক, রংপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট এবং বিভিন্ন হাটবাজারে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম করেছেন এই আওয়ামী লীগ নেতা। গত ২৮ মার্চ রংপুর সিটিকর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে সরকারি শহীদ আবাসন ৫০ টি পরিবারের মাঝে ৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণে সরকারি নির্দেশ মান্য করে রংপুর মেডিকেল কলেজের আটকে পড়া ছাত্র-ছাত্রীদের খাদ্য সামগ্রী স্থানীয় নেতাদের মাধ্যমে নিজে পৌঁছে দেন।
রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজিবুর রহমান প্রামাণিক বলেন, মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের কিছু শিক্ষার্থী আটকে পড়ায় বন্ধুবর আওয়ামী লীগ নেতা রঞ্জুকে সমস্যার কথা বললে তিনি খাদ্য সামগ্রী নিয়ে ছুটে আসেন। সত্যিই এমন মানবিক নেতা রংপুর আওয়ামী রাজনীতির জন্য খুবই প্রয়োজন। লোকসমাগম এড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে অথবা দিনে একাই মোটরসাইকেলে করে প্রতিদিনের ফোন কল যাচাই-বাছাই করে একান্তই গরীবদের মাঝে ও কিছু দলীয় নেতা-কর্মীদের মাঝে নগদ অর্থসহ ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন তিনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের বিভিন্ন স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও কর্মহীন,দুস্থ,রিকশা চালক,ভ্যান চালক,ভবঘুরে,ছিন্নমূল মানুষের মাঝে গত ২৭ এপ্রিল ২ শত ইফতার সামগ্রী বিতরণ ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট এর সীমানা প্রাচীর ঘেঁষে গড়ে উঠা ভূমিহীন আবাসনের বসবাসরত অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন রংপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এরশাদুল হক রঞ্জু। পুরো মাসে তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের এই ক্রান্তিকালে নিজের সামর্থ্য থেকে ও পরিবারের সহযোগিতায় মানুষের জন্য কিছু করার ক্ষুদ্র চেষ্টা মাত্র।তিনি করোনাকালে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।