মোসারফ হোসেন, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারীর বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে ধর্ষক সুমনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. ইলিয়াস, যুবলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম কিশোর( ভিপি), প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আবদুস সালাম ভূঁইয়া, শ্রমিকলীগের সভাপতি মো. নজরুল ইসলাম, মো. কায়সার বেপারী ও ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফয়সাল সরকারসহ বিভিন্ন বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।