শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই গোলাম মোস্তফা ও আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বামনজল গ্রামের হাছর আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে আনিসুর রহমান চঞ্চল ও মধ্য সোনারায় গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ফুল মিয়া ওরফে কসাই ফুল মিয়াকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় পুলিশ ফুল মিয়ার নিকট থেকে ৫শ ২৫ পিস ও আনিসুর রহমান চঞ্চলের নিকট ৭ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হলে ৪ পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন এসআই গোলাম মোস্তফা, আবুল কালাম, এএসআই ফুল মিয়া ও ফারুক হোসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান গ্রেফতারের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদি হয়ে পৃথক পৃথক মামলা দায়ের করেছে।