
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ করোনা ভাইরাস প্রতিরোধে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে হাড়িভাসা বাজারে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়েছে। জেলা পরিষদ সদস্য, ও হাড়িভাসা বণিক সমিতির সভাপতি মো. মনির হোসেন এর নেতৃত্বে এবং ইউনিয়ন যুবসমাজের সহযোগিতায় হাড়িভাসা তিন মোড় রাস্তা থেকে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করে বাজারের অলি গলি,রাস্তা, পানি নিষ্কাশনের ড্রেন, ময়লার স্তূপসহ বিভিন্ন স্থানে স্প্রে করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের জনসচেতনতামূলক দিক নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানান এবং প্রয়োজন ছাড়া নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলেন তিনি। শুক্রবার সকাল থেকে বাজারে ওষুধ, মুদি দোকান ও কাঁচা বাজার ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে দিকে বাজারে খুব একটা বেশি মানুষ চোখে পড়েনি। মনির হোসেন জানান সরকারের নির্দেশ মোতাবেক জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছি এবং তা প্রয়োজন হলে অব্যাহত থাকবে।