মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের কৃতী সন্তান মো. রেজাউল করিম রতন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ( ডিএমডি) পদে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে ।
গতকাল শুক্রবার কুমিল্লা সোনালী ব্যাংক পিএলসি এর আয়োজনে শুক্রবার বিকেলে হোমনা শাখা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডিএমডি মো. রেজাউল করিম।
সোনালী ব্যাংক হোমনা শাখার ম্যানেজার মো. মাকসুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক শফিকুল করিম সফিক, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. রেজাউল করিম, মো. কামরুজ্জামান, প্রভাষক মো. হুমায়ুন কবির, ডেসকো কর্মকর্তা ও হোমনা সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস মোসলেম উদ্দিন রিপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বয়ক মো. ইয়া মুছা ও সফিকুল ইসলাম বিটন, মেঘনা শাখার এজিএম মো. শহীদুল আলম,এসপিও ইমরান হোসেন, মো. আমজাদ হোসেন, মো. সিরাজুল ইসলাম, সেরাজুর রহমান, প্রিন্সিপাল অফিসার মো. শাহজাহান, মো. আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা,ছাত্রদলের আহ্বয়ক মো. সাইজুদ্দিন শাজু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৌর সদস্য সচিব রিয়াজুল হক প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এসপিও সিরাজুল ইসলাম।
প্রসঙ্গত,গত ১০ এপ্রিল,২০২৫খ্রি. বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. রেজাউল করিম কে ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়। তিনি হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের প্রয়াত আবদুল কুদ্দুসের বড় ছেলে।