মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা রাজস্ব খাত থেকে প্রদানের দাবিতে একটানা ১৯ দিন ধরে কর্মবিরতি পালন করে আসছে কর্মকর্তা- কর্মচারীরা। ফলে সব ধরনের নাগরিক সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে পৌর এলাকার জনগণ।
জানা গেছে, দেশের ৩০৮ টি পৌরসভা গত ১৪ জুলাই ২০১৯ খ্রি. তারিখ থেকে সকল নাগরিক সেবা বন্ধ করে কর্মকর্তা- কর্মচারীরা ঢাকার রাজপথে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সচিবালয়ের পার্শ্বের রাস্তায় অবস্থান করে রাজস্ব খাত থেকে তাদের বেতন- ভাতা ও পেনশন সুবিধা চালু করার দাবিতে আন্দোলন ও ধর্মঘটে অবস্থান করছেন।
সূত্রে আরো জানা গেছে, কোনো কোনো পৌরসভার কর্মকর্তা – কর্মচারীদের বেতন- ভাতা ২ মাস থেকে ৫৮ মাস পর্যন্ত বকেয়া রয়েছে। ফলে তারা পরিবার -পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এছাড়াও এ আন্দোলনের কারণে পৌর এলাকায় ময়লা- আবর্জনা স্তুপ হয়ে আছে। অপরদিকে, সময়মতো নাগরিক সুবিধা না পাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে পৌরবাসী।
হোমনা পৌরসভার সচিব মো. শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের মূল দাবি হল রাজস্ব খাত থেকে পৌর কর্মকর্তা- কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা প্রদান এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা চালু করা। সামনে ঈদুল আযহা আমরা বেতন -ভাতা না পেলে পরিবার – পরিজন নিয়ে ঈদ করতে পারবো না। বর্তমানে আমরা মানবেতর জীবন যাপন করছি। আমরা আশাবাদী, সরকার শিগগিরই আমাদের দাবি মেনে নিয়ে আমাদের জীবন চলার পথ সুগম করবেন।