মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা-ঢাকা সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এ অভিযানের নেতৃত্ব দেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত হোমনা-ঢাকা সড়কের পঞ্চবটি থেকে মাথাভাঙ্গা ছিনাইয়া এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়কের দু’পাশে গড়ে উঠা ৬০টি অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ গৌরিপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, অভিযানে হোমনা-ঢাকা সড়কের পঞ্চবটি ও মাথাভাঙ্গা এলাকার দু’পাশে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
গৌরিপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার বলেন, পঞ্চবটি ও মাথাভাঙ্গা এলাকায় হোমনা-ঢাকা সড়কের দু’পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গত মাসের ২ তারিখে জানিয়ে দেওয়া হয়েছিল। পরে ৩ অক্টোবর মাইকিং করা হয়েছে। আজ সোমবার অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।