আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে ১কেজি গাঁজাসহ আজহারুল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জেলা পুলিশ।
রবিবার(৮ নভেম্বর) পুলিশ সুপার, মোহাম্মদ ইউসুফ আলীর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার গোপন সংবাদের ভিত্তিতে এস আই, মাহফুজ, এএসআই, আনিসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে পঞ্চগড় সদর উপজেলার ৫ নং চাকলাহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রামাই পাড়া গ্রামে ১ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।