

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে যৌতুকের ১৮ হাজার টাকা না পেয়ে বানেছা বেগম (২১) নামে এক গৃহবধূকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ওই গৃহবধূর বাবা ইয়াছিন আলী বাদী হয়ে থানায় ৩ জনের নামে মামলা দায়ের করেছে। এদিকে মামলার পরপরই পুলিশ মামলার প্রধান আসামী স্বামী শাহিন আলমকে আটক করেছে।
বুধবার (১ সেপ্টেম্বর)পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর লক্ষিদাসী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালে শাহিনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় গৃহবধূ বানেছার। বিয়ের সময় ছেলে পক্ষ যৌতুক হিসেবে ১ লক্ষ ২৮ হাজার টাকা নির্ধারণ করে দেয় কনের বাবা ইয়াছিনকে। দরিদ্র পরিবারে কোনোমতে ১ লক্ষ ১০ হাজার টাকা অগ্রিম যৌতুক হিসেবে বিয়ের দিন দিতে পারলেও অভাব অনটনের সংসারে মেয়ের বিয়ের ৫ বছর পরেও বাকি ১৮ হাজার টাকা দিতে পারছিলো না বাবা ইয়াছিন। এদিকে যৌতুকের বাকি ১৮ হাজার টাকা না পেয়ে বানেছার উপর শারীরিকভাবে নির্যাতন শুরু করে স্বামী শাহিন। বিষয়টি ওই গৃহবধূর বাবা ইয়াছিন জানতে পারে। গত বুধবার (২৫ আগস্ট) যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর বাড়িতে আবারও বানেছাকে বেধরক মারপিট করা হয়। এদিকে মারপিটের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শাহিন পরিবারের সদস্যদের নিয়ে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৭. ৪৮ টায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সকাল ১০.১০ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে বানেছা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্ররণ করে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, এ ঘটনায় বিকেলে ওই গৃহবধূর বাবা ইয়াছিন আলী থানায় নারী নির্যাতনের ১১(ক) আইনে মামলা দায়ের করলে প্রধান আসামী শাহিনকে আটক করা হয়। এদিকে মামলার অপর দুই আসামী পলাতক থাকায় তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
















