
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আলোচনা সভা, আরতী প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন করা হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) ভোর রাত থেকে পূজা পাঠ, তুলশী আরতীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বাচ্চা সাধুর আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।
এতে বিভিন্ন এলাকার হাজারো ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। তবে নারী ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো।
মঙ্গলবার সন্ধ্যায় পরিচালনা কমিটির সভাপতি ভোলা নাথের সভাপতিত্বে দোলন চন্দ্র রায়ের উপস্থাপনায় অতিথি হিসেবে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ সবুজ, ইউপি সদস্য শমশের আলী, ছবি রানী রায়সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আরতী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। শেষে “অভাগিনীর চোখের জল” নামক নাটক প্রদর্শন করেন এলাকার শিল্পীবৃন্দ।
কমিটির সভাপতি জানান, ‘দীর্ঘদিন যাবত এই আশ্রমে হরিনাম, যজ্ঞানুষ্ঠান, নাম কীর্তনসহ নানামূখী ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছি। আগামীতে সকলের সহযোগিতা পেলে আরো বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব বলে আশা করেন তিনি।’

















