
ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১কেজি ১০৫ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল এবং ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার ২৫ জুলাই ২০২০ খ্রি. কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) ইমরান হোসেন(২৭), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-খালপাড়, গল্লামারী, থানা-খুলনা সদর; ২) মোঃ জাহিদুল শেখ(২০), পিতা-আঃ হালিম শেখ, সাং-পশ্চিম বানিয়াখামার, সিসি ক্যামেরা অফিসের সামনে, হারুনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ আল-আমিন শিকদার(২৪), পিতা-মোঃ সুলতান শিকদার, সাং-টাউন বলগাছিয়া, থানা ও জেলা-পটুয়াখালী, এ/পি সাং-গোবরচাকা নবীনগর, মোঃ গিয়াস উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) মোঃ সেকেন্দার বাদশা পলাশ(২২), পিতা-মৃতঃ আঃ রশিদ সরদার, সাং-বৈচানা, রব মাষ্টারের বাড়ীর পাশে, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা; ৫) মোঃ মাসুদ রানা(৩৭), পিতা-মৃতঃ মতিয়ার রহমান, সাং-এন,এইচ-৮১/১, বাবুস সালাম মসজিদ এর সামনে, রোড নং-২৬২, হাউজিং নিউ কলোনী, থানা-খালিশপুর; ৬) ফারুক মৃধা(৩৩), পিতা-জালাল মৃধা, সাং-মহেশ্বর পাশা সাহেবপাড়া, থানা- দৌলতপুর; ৭) আব্দুল্লাহ আল বাপ্পি(৩০), পিতা-মৃতঃ বাচ্চু বিশ্বাস, সাং-রেলগেট রায় পাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর, এ/পি সাং-২১৭, শেরে-বাংলা রোড, আমতলার মোড়, থানা-খুলনা সদর; ৮) শাহিনুর বেগম(৪৩), স্বামী-সুলতান ফকির, পিতা-মৃতঃ সামছু গাজী, সাং-মানিকতলা, সিএসডি গোডাউনের গেইটের সামনে, রেল লাইনের পাশে, থানা-দৌলতপুর এবং ৯) মোঃ সাদ্দাম শেখ(২৯), পিতা-মোঃ কালাম শেখ, সাং-ঘোষগাতী, বেলতলা, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদের কে খুলনা মহানগর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল এবং ১৯ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৮ টি মাদক মামলা রুজু করা হয়েছে।