crimepatrol24
৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাদল কুমার হত্যা মামলা তুলে নিতে আসামীদের চাপে ঘরবন্দি নির্মল-প্রীতি দম্পত্তি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঘরের মধ্যে গুমরে কাঁদছেন বৃদ্ধ নির্মল কুমার বিশ্বাস (৮৫) আর তার স্ত্রী প্রীতি রাণী বিশ্বাস (৭৫)। বাড়ির বাইরে বের হলেই জীবন হারানোর আশঙ্কা। সারাক্ষণ বাড়িতে শুয়ে-বসেই সময় কাটছে তাদের। সেখানেও কম আতঙ্কে নেই এই দম্পত্তি। আশঙ্কা করছেন কেউ এসে আবারো বাড়ি থেকে উঠিয়ে নিয়ে না যায়। এই অবস্থা উপজেলার পানামী গ্রামের অসহায় নির্মল-প্রীতি দম্পত্তির। তাদের ছোট ছেলে বাদল কুমার বিশ্বাস তিন মাস পূর্বে খুন হবার পর অজ্ঞাত আসামীদের নামে মামলা করেন নির্মল কুমার। পুলিশ এই মামলায় ৭ জনকে প্রাথমিকভাবে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছেন। সেই মামলা মিটিয়ে নিতে আসামিরা পরিবারটির ওপর চাপ দিচ্ছেন। আর গ্রামের সামাজিকতায় আরেকটি পক্ষ তাকে দিয়ে জোর করে আদালতে নারাজি দাখিলের চেষ্টা করছেন। এই পক্ষ চাচ্ছেন মামলায় আরো কিছু মানুষের নাম অন্তর্ভুক্ত করাতে। ইতোমধ্যে একদফা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে জোর করে স্বাক্ষর নেবার চেষ্টা করা হয়েছে। নির্মল কুমার বিশ্বাস ও প্রীতি রাণী বিশ্বাস ছাড়া পানামী গ্রামে কেউ থাকেন না।

নির্মল কুমার বিশ্বাস জানান, তার দুই ছেলে নিহার রঞ্জন বিশ্বাস ও সত্যরঞ্জন বিশ্বাস অনেক পূর্বেই ভারতে চলে গেছেন। আরেক মেয়ে শঙ্করী বিশ্বাসের ভারতে বিয়ে হয়েছে। ছোট ছেলে বাদল বিশ্বাস আর তার দুই শিশু সন্তানকে নিয়ে ছিল তাদের সংসার। বাদল বিশ্বাসের নাবালক যমজ দুই পুত্র জয় (৯) ও বিজয় (৯) কে রেখে আনুমানিক ৭ মাস হলো তাদের মা রীতা রাণী বিশ্বাস মারা গেছেন। ঠাকুরদা-দিদা বাদলের যমজ দুই সন্তান জয় (৯), বিজয় (৯) কে বড় করে তুলছিলেন। বাদল পাশ্ববর্তী গোয়ালপাড়া বাজারে অশোক অধিকারীর মিষ্টির দোকানে কাজ করতেন।

নির্মল কুমার বিশ্বাস আরো জানান, গত ১৭ জুলাই রাত আনুমানিক ১০ টার দিকে তারা বাড়ির সবাই খাওয়া সেরে ঘরে ঘুমাতে যান। ওই রাতেই আনুমানিক ৩ টার দিকে তার পুত্র বাদল কুমার (৩৫) বাথরুমে যাবার প্রয়োজনে ঘর থেকে বের হন। পরদিন সকাল ৯ টার দিকে গ্রামের লোকজন খবর দেন বাদল গ্রামের জনৈক ফজলুর রহমানের কলার ক্ষেতে অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করি।

এ সময় তার পুত্র তাদের জানান, বাথরুমে যাবার জন্য ঘর থেকে বের হলে ১০ থেকে ১২ জন তাকে কাপড় দিয়ে মুখ বেঁধে নিয়ে যায়। তারা ব্লেড দিয়ে অন্ডকোষ কেটে ফেলে রেখে যায়। নির্মল কুমার জানান, ঝিনাইদহ হাসপাতালে ছেলের অবস্থা খারাপ হলে ফরিদপুর মেডিকেলে নিয়ে যান। সেখানে ৩০ জুলাই তার মৃত্যু হয়। ঘটনার পর ১৮ জুলাই তিনি ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় তিনি কাউকে আসামি করেননি, অজ্ঞাত আসামি করে এই মামলা দেন। ঝিনাইদহ সদর থানার এসআই শিকদার মনিরুল ইসলাম মামলাটি তদন্ত করেন। তিনি দুইজন আাসমী আটক করেন। যারা পরবর্তীতে জবানবন্দিতে ঘটনা স্বীকার করেন। প্রকাশ করেন তাদের সঙ্গে আরো যারা ছিল। পুলিশ ৭ জনকে প্রাথমিক অভিযুক্ত করে ২২ আগস্ট আদালতে অভিযোগপত্র দিয়েছেন। এরা হলেন দিনু, বিপ্লব, তপন, মজনু, সুবোধ, আলম ও সাগর মোল্লা। এই ঘটনা ঘটানোর কারণ হিসেবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বাদলকে ভয় দেখানোর জন্য এটা করা। এই ভয় দেখালে তারা ভারতে চলে যাবে, এরপর তাদের জমি দখল করা যাবে।

নির্মল কুমার জানান, এই অভিযোগপত্র দেওয়ার পর থেকে তার ওপর নির্যাতন শুরু হয়েছে। পুলিশ যাদের আসামি করে অভিযোগপত্র দিয়েছেন তারা একের পর এক চাপ দিচ্ছেন মামলা মিটিয়ে নিতে। নানাভাবে ভয় দেখানো হচ্ছে। আসামিরা তাদের পাড়ার হওয়ায় শত্রুতা বেড়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, পুলিশ আদালতে অভিযোগপত্র দেওয়ার পর থেকে তাদের ইউনিয়নের সামাজিক একটি পক্ষ একটি কাগজে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ দিয়ে চলেছেন। আদালতে নারাজি দেওয়ার জন্য এই স্বাক্ষর নিতে চান তারা। এজন্য তাকে বাড়ি থেকে প্রাইভেট গাড়িতে করে উঠিয়ে নিয়ে যান। জোর করে স্বাক্ষর নিতে বিভিন্ন স্থানে নিয়ে যান ওই পক্ষ। নানাভাবে ভয় দেখানো হচ্ছে, কিন্তু তিনি স্বাক্ষর দেননি। এই স্বাক্ষর নিতে এখনও চাপ দেওয়া হচ্ছে। স্বাক্ষর না দিলে খারাপ হবে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আসামীদের মামলা মিটিয়ে নেওয়ার চাপ ও নারাজি দেওয়ার চেষ্টায় স্বাক্ষর নেওয়ার হুমকীতে তিনি এখন নিরাপত্তাহীনতায় বলে জানিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, বিষয়টি তারা অবগত এবং সেভাবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে বন্ধুমহল ক্রিকেট টুর্ণার্মেন্ট-২০২০‘ ফাইনাল খেলায় শ্রীঘর একাদশকে হারিয়ে নাসিরনগর সদর একাদশ বিজয়ী

দাউদকান্দিতে অবহেলিত এলাকাবাসীর উদ্যোগে বাঁশ-কাঠের সেতু নির্মাণ, সাময়িকভাবে কমলো জনদুর্ভোগ

দাউদকান্দিতে অবহেলিত এলাকাবাসীর উদ্যোগে বাঁশ-কাঠের সেতু নির্মাণ, সাময়িকভাবে কমলো জনদুর্ভোগ

খুলনায় Joining Forces: Civil Society Organisations and Media for Accountability in Bangladesh প্রকল্পের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশ সিইস‘র

নীলফামারীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে ফলজ বৃক্ষ উপহার পেল শিক্ষার্থীরা

ডোমারে ‘চোরাইমাল’ উদ্ধারসহ দুই ‘চোর’ গ্রেফতার

নীলফামারীর ডিমলায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নাসিরনগরে এসিল্যান্ডের বিরুদ্ধে নোটিশ ছাড়াই মালিকানাধীন জায়গা থেকে স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযোগ

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার