
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত মর্ডাণ কসমেটিকস অ্যান্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কারখানায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় ওজনে কম দেয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেভেলিং ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এ অনিয়মের দায়ে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এবং র্যাবের মেজর আসিফ আল রাজেক। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে পণ্যে ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে ত্বকের জন্য প্রসাধনী পণ্য উৎপাদন করা হচ্ছিল।
র্যাব জানায়, এই ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। অভিযানের পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, ‘আপনারা সকলেই অবগত আছেন যে, বিগত বেশ কিছুদিন ধরে নাম-সর্বস্ব কিছু কসমেটিকস প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছিলো। আজ বৃহস্পতিবার তারই পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। আমরা অভিযানে বেশ কিছু অসঙ্গতি পেয়েছি। প্রথমত প্রতিষ্ঠানটি ওজনে কম দিয়ে গ্রাহকের সাথে প্র*তারণার আশ্রয় নিচ্ছিলো। এছাড়া অনুমোদনবিহীন পণ্য উৎপাদন, বিধিবর্হিভূত লেবেলিং এর ব্যবহার ও এক্সপার্ট না হওয়া সত্ত্বেও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে পণ্য উৎপাদন করে বাজারজাত করছিলো। অনুমোদনবিহীন অন্যান্য যেসকল প্রতিষ্ঠান রয়েছে তাদের বিরুদ্ধেও খুব দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করা হবে । উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।’

















