আল মাসুদ,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় কাজী ফার্মসের মুরগীর খাদ্যবাহী ট্রাকের ধা’ক্কায় মনিরুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃ’ত্যু হয়েছে। আ’হত হয়েছে সৌরভ ইসলাম (১৫) নামে আরেক কিশোর।
শুক্রবার (১০ জুন) বিকেলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ভাসাইনগর কাজী ফামর্স ফিড মিল গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত মনিরুল ইসলাম একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভীমপুকুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে এবং পাথরাজ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনিরুল ও সৌরভ মোটরসাইকেলযোগে উপজেলার বোদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে ভাসাইনগর কাজী ফামর্স ফিড মিল গেটের সামনে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা কাজী ফামর্স লিমিটেডের মুরগীর খাদ্যবাহী ট্রাক চালক কোন প্রকার সিগনাল না দিয়ে ট্রাকটি ফিড মিলের ভিতরে প্রবেশ করাতে মোটরসাইকেল আরোহীদের ধা’ক্কা দেয়। এতে ট্রাকের ধা’ক্কায় রাস্তায় ছি’টকে পড়ে ঘটনাস্থলেই মনিরুলের মৃ’ত্যু হয়। অপরজনকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় মনিরুল নামের এক স্কুল ছাত্রের নি’হতের বিষয়টি নিশ্চিত করেন।