
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির পণ্য বিক্রিতে সকল ধরনের পণ্য না আনায় ফারুক হোসেন নামের এক ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৪ এপ্রিল)উপজেলার বোদা নগরকুমারী বাজারে তাকে এই জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়,পবিত্র রমজানের পাশাপাশি করোনা মহামারি থাকায় সাধারণ জনসাধারণের মাঝে সয়াবিন, ছোলা, চিনি, খেজুরসহ, নির্ধারিত পণ্য সরবরাহ করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন।সরকারের কঠোর নির্দেশনা থাকায় কিছু ডিলার টিবিসির পণ্য মন্ত্রণালয় থেকে উত্তোলন করেন নির্ধারিত মূল্যে সরবরাহ করার জন্য।ফারুক নামের ওই ডিলার বোদা নগরকুমারী বাজারে টিসিবির পন্য বিক্রির সময় বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়া সকল পণ্য না আনায় তাকে ভোক্তা সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী।