ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে জে আর পরিবহণ থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সদরের সাধুহাটি নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, মেহেরপুর জেলার আমঝুপি এলাকার মোসাদ্দেক হোসেনের ছেলে হামিম (৩৮) এবং একই জেলার শুভরাজপুর গ্রামের আজাদ আলীর ছেলে লিখন (২৫)। উল্লেখ্য, মেহেরপুর জেলার বিভিন্ন থানায় হামিমের বিরুদ্ধে পাঁচটির অধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত ৬১ বোতল ফেন্সিডিলসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সেলিম রেজা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।