ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে জে আর পরিবহণ থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সদরের সাধুহাটি নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, মেহেরপুর জেলার আমঝুপি এলাকার মোসাদ্দেক হোসেনের ছেলে হামিম (৩৮) এবং একই জেলার শুভরাজপুর গ্রামের আজাদ আলীর ছেলে লিখন (২৫)। উল্লেখ্য, মেহেরপুর জেলার বিভিন্ন থানায় হামিমের বিরুদ্ধে পাঁচটির অধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত ৬১ বোতল ফেন্সিডিলসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সেলিম রেজা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।