ক্রাইম পেট্রোল ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শোকদিবস পালন করেছে উপজেলা যুবলীগ। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোকদিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যুবলীগের সদস্য মোহাম্মদ বাহারুল ইসলাম (বাহার)। ১৫ আগস্ট, শনিবার সকাল ১০ টায় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পঁচাত্তরের ১৫ আগস্ট শহিদদের স্মরণে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, নাগরপুর উপজেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দ। পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।