
শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার জেলার পলাশবাড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে আজ ২৯জুন ২০২০ইং রোজ সোমবার দুপুরে উপজেলা মডেল রিসোর্স সেন্টারে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উক্ত সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।