ক্রাইম পেট্রোল ডেস্ক>>
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১০ ডিসেম্বর বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হলেও দলটি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৯ নভেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
২৬ টি শর্তে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়ে আজ মঙ্গলবার একটি চিঠি দেয় ডিএমপি। চিঠি পাওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমি ডিএমপির চিঠি পেয়েছি। কিন্তু আমরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করব।’