কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় দুর্গাপূজা উপলক্ষে
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২ ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান হোমনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর অংশ হিসেবে তিনি শ্রী চন্দন লাল রায়ের বাড়ির পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পূজা উদযাপনকারীগণ উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান বলেন, “দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের আনন্দ ও মিলনের উৎসব। এই ঐতিহ্য ধরে রাখতে হবে এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে।’
পূজা উদযাপনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘ আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করবেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।’
অবশেষে তারা যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা সম্পন্ন করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন।