
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় মুজিববর্ষ উপলক্ষে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে । দুর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এবং অক্সফ্যাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই এর সহযোগিতায় বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ের ওপর বির্তক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন । বিচারক মন্ডলী ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মো. রিয়াজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার , একাডেমিক সুভারভাইজার মো. রাশেদুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিদুল হক দেওয়ান, প্রভাষক সুলতানা রাজিয়া আক্তার ও মো. ইকবাল হোসেন । এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল হক, প্রধান শিক্ষক লুৎফুর রহমানসহ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন । জানা গেছে, বির্তক প্রযোগিতায় রানার আপ হয়েছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় । এতে উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে ।