
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা শ্রমজীবী ও খেটে খাওয়া নিম্ন আয়ের ৩০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা তহবিলের সহযোগিতায় ও হোমনা পৌরসভার মাধ্যমে শনিবার দুপুরে পশ্চিম শ্রীমদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর সভার ৯ টি ওয়ার্ডের ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ।
হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির,উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন,পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম,টেক অফিসার মো. সিরাজুল ইসলাম, প্যানেল মেয়র শাহনুর আহমেদ সুমন. মো. কামাল উদ্দিন,কাউন্সিলর মো. আবদুল বাতেনসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণ এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রত্যকের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ৫ কেজি আলু বিতরণ করা হয় ।