আইযুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় করোনা প্রতিরোধের লক্ষ্যে মাস্ক না পরায় ৩ প্রতিষ্ঠান ও ৭ ব্যক্তিকে ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । হোমনা থানা পুলিশের সহযোগিতায় আজ সোমবার ঘাড়মোড়া বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রুমন দে এ রায় দেন ।
এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুর রসুলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন । পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জন সচেতনতার অংশ হিসেবে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, মাস্ক না পরার অপরাধে জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে ।