মো.. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
“মুজিব বর্ষের অঙ্গিকার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্র্যাকের আয়োজনে র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে এবং যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী জমসের আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম, সিনিয়র স্টাফ নার্স ফাতেমাতুজ জোহরা, স্বাস্থ্য পরিদর্শক আবু তাহের, ইপিআই টেকনোলজিস্ট শেখ ফরিদ প্রমুখ।