মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার ১১ টার সময় বিদ্যালয়ের হলরুমে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলোচনাসভা এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন খন্দকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার , হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কামরুন্নাহার , সিনিয়র সহকারী শিক্ষক মনিরুল ইসলাম মমিন, সহকারী শিক্ষক সাহিদা আক্তার ও সুমি আক্তার, পরীক্ষার্থী সাবরিনা আলম ও তিতি বিশ্বাস, শিক্ষার্থী ইসমাত জাহান পবিত্রা, সাদিয়া জাহান ও সাঈদা ইসলাম তাসনিয়া।
পরে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া করা হয়