আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিদপ্তরেরর সহযোগিতায় শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘যদিও মানছি দূরত্ব,তবুও আছি সংযুক্ত’ এ প্রতিপাদ্য নিয়ে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদসদস্য সেলিমা আহমাদ মেরী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম , ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোতাহার হোসেন , ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন , প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ ও মো. লুৎফুর রহমান, শিক্ষার্থী মানছুরা আক্তার জেসী প্রমুখ । এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের অবমাননার প্রতিবাদে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শিক্ষক সহায়িকা মাধ্যমিক বিদ্যালয় ,মাদ্রাসা ও কলেজ পর্যায়ে প্রধান শিক্ষক ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ।