
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইঁয়া, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ,উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহেদুল হক দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
জানা গেছে, মেলায় কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০ টি স্টল অংশগ্রহণ করে।পরে কুইজ প্রতিযোগিতা, প্রকল্প উপস্থাপনা ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
এর আগে জেলা প্রশাসক আবুল ফজল মীর হোমনা পৌর সদরে মডেল মসজিদের নির্মাণ কাজের স্থান পরিদর্শন করেন ।