
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষে টিকাদান ০৩ (তিন) রাউন্ড (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এ অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের সভাপতিত্বে ও স্বাস্থ্য অধিদপ্তরাধীন রোগ নিয়ন্ত্রণ শাখার ডিস্ট্রিক কো-অর্ডিনেটর নাদিম মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও তাপ্তি চাকমা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সৈয়দ ডা. নজরুল ইসলাম প্রমুখ । এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরাধীন রোগ নিয়ন্ত্রণ শাখার ডিস্ট্রিক কো-অর্ডিনেটর নাদিম মাহমুদ । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।