
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ সারা দেশের মানুষ করোনাতঙ্কে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে হোমনা-মেঘনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন ( হোমনা- মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম ।
আজ সোমবার হোমনা, ঘাড়মোরা ও রামকৃষ্ণপুর বাজার মনিটরিং করেন তিনি। এসময় তিনি রাস্তা-ঘাট, বাজার ও অন্যান্য জনসমাগম স্থলে অভিযান চালিয়ে মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা করেন। তবে মানুষ এখন অনেকটা অসহ্য হয়ে পড়েছেন বলেও মনে করছেন তিনি। তারপরেও অত্যন্ত ধৈর্য্য সহকারে মানুষকে বুঝিয়ে-সুজিয়ে ঘরমুখী করার চেষ্টা অব্যাহত রেখেছেন পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিম দেশে করোনা ভাইরাসের পাদুর্ভাবের শুরু থেকেই আন্তরিকভাবে মানুষকে সচেতন করার জন্য স্থল ও নৌপথে অভিযান অব্যাহত রেখেছেন। তার এসব কার্যক্রম ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্ব মহলের কাছে বেশ প্রশংসিত হয়েছে।