crimepatrol24
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৬, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

ক্রাইম পেট্রোল ডেস্ক:
সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনিপির) স্থায়ী কমিটির সদস্য ৫ বারের নির্বাচিত সংসদসদস্য ও মন্ত্রী মরহুম এম.কে. আনোয়ারের বিশ্বস্ত সহচর হোমনা উপজেলা বিএনপি নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপির দুর্দিনের কাণ্ডারী, রাজপথের লড়াকু সৈনিক মো. মহিউদ্দিনকে আহ্বায়ক করে কমিটি গঠন করায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী আনন্দ মিছিল করেছেন।

আজ শনিবার ২৬ অক্টোবর সকাল ১১ টার দিকে মিছিলটি হোমনা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মরহুম এম.কে আনোয়ারের হোমনাস্থ বাসভবনে এক আলোচনাসভায় মিলিত হয়।

উক্ত আলোচনাসভায় হোমনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মো. মহিউদ্দিন তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেণ্ট জিয়াউর রহমান ও সাবেক মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের আত্মার মাগফেরাত কামনাসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

হোমনা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান, কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ. এম তারেক মুন্সিকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘তারা দু:সময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ণ করে আজ হোমনাকে আওয়ামী দালালমুক্ত করেছেন। আমরাও ভবিষ্যতে আমাদের জুনিয়রদের দলীয় কর্মকাণ্ড বিবেচনা করে ত্যাগীদের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘বরাবরের মতো বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হোমনা-মেঘনার আপামর জনসাধারণের নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।’

তিনি অভিযোগ করে বলেন, ‘২০১৫ এবং ২০২১ সালে ফ্যাসিস্ট আ’লীগ সরকারের শাসনামলে আমার বাবা আলহাজ্ব মো. আ. লতিফ দলীয় মনোনয়ন নিয়ে হোমনা পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু আজকের পদবঞ্চিতরাই ওইসময় দলীয় নির্দেশনা অমান্য করে আ’লীগের দলীয় প্রার্থীর সাথে আঁতাতপূর্বক প্রকাশ্যে বিরোধিতা করছিল। আজকেও তারা আমাদের নবগঠিত কমিটি নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে, কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রগতিতে থামিয়ে রাখতে পারবে না। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে ইনশাআল্লাহ।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘মরহুম এম.কে. আনোয়ার স্যার জহিরুল হক জহরকে ইত:পূর্বে পাঁচ বছরের জন্য বহিষ্কার করেছিলেন এবং তাদের অনেককে পদাবনত করেছিলেন।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব মো. মোজাম্মেল হক মুকুল, হোমনা পৌর বিএনপির আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ সরকার, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল লতিফ, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম হিমেল, মো. হারুন অর রশীদ, শেফালী বেগম, হোমনা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম সরকার, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসান ডাক্তার,হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ মোল্লা, হোমনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির,
হোমনা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জগলুল, হোমনা উপজেলা কৃষক দলের সদস্য সচিব সালাউদ্দিন নজু, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবু সরকার, হোমনা পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেলিম ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, হোমনা পৌর ছাত্রদলের সদস্য সচিব সাইদুল হাসান সাজ্জাদ এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এন. এম. এইচ. মাসুদ সরকার প্রমুখ।

অপরদিকে, নতুন আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ শেষ করে চলে যাওয়ার পর পদবঞ্চিত ও বিএনপির একটি অংশ আজ শনিবার, নবগঠিত আহ্বায়ক কমিটি দু’টির প্রতিবাদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহর, অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, বিএনপিনেতা মো. শাহ আলম, ঘাড়মোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. শাহ জাহান ও আ: আজিজ সাব মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মিছিলটি হোমনা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মো. জহিরুল হক জহরের বাড়িতে একটি সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে হোমনায় অবাঞ্ছিত ঘোষণা করেন। বিক্ষোভ মিছিলে তারা ‘সেলিম ভূঁইয়ার চামড়া তুলে নেব আমরা, সেলিম ভূঁইয়ার দুই গালে জুতা মারো তালে তালে, আক্তারের চামড়া তুলে নেব আমরা, আক্তারের দুই গালে জুতা মারো তালে তালে, আক্তারের দুই গালে জুতা মারো তালে তালে, তারেক মুন্সির চামড়া তুলে নেব আমরা, তারেক মুন্সির দুই গালে জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এর আগে শুক্রবার, ২৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি), হোমনা উপজেলা শাখা ও পৌর বিএনপি’র পূর্বের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মো. মহিউদ্দিকে আহ্বায়ক ও মো. মোজাম্মেল হক মুকুলকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপি এবং মো. ছানা উল্লাহ সরকারকে আহ্বায়ক ও মো. নজরুল ইসলামকে সদস্য সচিব করে দু’টি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গতকাল শুক্রবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম. তারেক মুন্সি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হোমনা উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি হোমনা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হোমনা পৌর বিএনপির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা হয়। আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে হোমনা পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. ছানা উল্লাহ সরকারকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত