মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা :
কুমিল্লার হোমনায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির
সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা
অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও
আইন- শৃঙ্খলা কমিটির সভাপতি তাপ্তি চাকমার
সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির
উপদেষ্টা রেহানা বেগম, উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ,মহিলা ভাইস
চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা
স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মো. আব্দুস সালাম
সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আবুল কায়েস আকন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার , ইউপি চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, মো. জালাল উদ্দিন পাঠান, মো. জালাল হোসেন, মো. মফিজুল ইসলাম গনি, মো. নাজিরুল হক ভূঁইয়া, মো.শাহজাহান মোল্লা, মো. তাইজুল ইসলাম, ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদক ও হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, সাংবাদিক মো. কামাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধের বিষয়ে জোর দাবি জানান। এছাড়া হোমনার পোস্ট অফিস মোড়ে একটি পাবলিক টয়লেট স্থাপনের প্রস্তাব, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড থেকে সিএনজি স্ট্যান্ড অপসারণ , চুরি- ডাকাতিরোধে উপজেলার ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে পুলিশী টহল বৃদ্ধি, । এসময় বক্তারা হোমনার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও মত প্রকাশ করেন।