
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকী মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) এর সংসদসদস্য সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের ৩০ জন গরীব শিক্ষার্থীর মাঝে এ ড্রেস বিতরণ করেন।
এ উপলক্ষে বিদ্যালয়েরর হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আবুল কায়েস আকন্দ, পৌর মেয়র অ্যাড.মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা বেগম ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন,উপজেলা ঘাদানিকের সভাপতি মাহবুবুর রহমান খন্দকার,পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল,প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আব্দুস সালাম ভূইঁয়া, কুমিল্লা উঃ শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, হোমনা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক- শিক্ষার্থী ও আভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শ্রীমদ্দি গ্রামের মো. মোবারক হোসেন বিদ্যালয়ের জন্য একটা ফটোস্ট্যাট মেশিন দান করেন।