
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় দুই দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খাদ্যে ভেজাল ও ওজনে কারচুপির দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছ্। আজ বুধবার দুপুরে হোমনার চৌরাস্তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ সুইটসের মালিক মোঃ জাহাঙ্গীর আলমকে ২০ হাজার এবং কামরুল কসমেটিকস এর মালিক মোঃ কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিেস্ট্রট তাপ্তি চাকমা জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় মিষ্টি দোকানীকে ২০ হাজার এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ১২ ধারায় কসমেটিকস দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।