আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। হোমনা উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বর্ণাঢ্য র্যালি শেষে স্থানীয় এমপি’র রাজনৈতিক কার্যালয়ে কেক কাটা,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারের সভাপতিত্বে পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ সভাাপতি দেলোয়ার হোসেন ফারুক,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, থানা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুছ সালাম ভূইয়া ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশসহ আ’লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
জানা গেছে, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।