
মো. ইব্রাহিম খলিল, হোমনা ,কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ৫ম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা স্বত:স্ফূর্তভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ -এর সহধর্মিনী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেহানা বেগম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম ছিদ্দিকুর রহমান আবুল, আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ রোস্তম আলম ও আওয়ামী লীগ নেতা মো. শহীহ উল্লাহ্, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুস সালাম, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মো.শাহ জালাল।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মহাসিন সরকার ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- উপজেলা মহিলা লীগের সভাপতি নাছিমা আক্তার, আওয়াী লীগ নেতা খন্দকার হালিমা বেগম , পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিনুর আক্তার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, য আগামী ৬ মার্চ প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ প্রত্যাহার, ১৬ মার্চ প্রতীক বরাদ্দ ও ৩১ মার্চ ২০১৯ খ্রি. রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।