নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলায় নতুন করে আরও ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।রবিবার(১৯ জুলাই) রাতে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।জেলায় এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮৬ জন। নতুন ৪জন করোনা আক্রান্তের সকলেই সৈয়দপুর উপজেলার।তাদের মধ্যে সৈয়দপুর শহরের নয়াটলা এলাকায় ৩ জন ও গোলাহাট রেল কলোনী এলাকার ১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,জেলার করোনা আক্রান্তের ৫৮৬ জনের মধ্যে নীলফামারী সদরে ২৬৮জন, জলঢাকা উপজেলায় ৮৯জন, সৈয়দপুর উপজেলায় ৮০জন, ডিমলা উপজেলায় ৬০জন, ডোমার উপজেলায় ৫১জন ও কিশোরগঞ্জ উপজেলায় ৩৮জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৬। চিকিৎসাধীন রয়েছে ১০১জন। মৃত্যুবরণ করেছেন ২ নারীসহ ৯ জন। এছাড়াও নীলফামারী উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিক সহ এ পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩২জন।