ক্রাইম পেট্রোল ডেস্ক।।
সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির প্রতিপক্ষ ৪৯ বিএসএফ বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে।
আজ শুক্রবার ০৭ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টার দিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অধীনস্থ,সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ২০৬০ হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে তালতলী নামক স্থান হতে বাংলাদেশি নাগরিক মোঃ সাইফুল ইসলাম (২৪) কে আটক করে প্রতিপক্ষ ৪৯ বিএসএফ ব্যাটালিয়ন এর বক্সনগর ক্যাম্পের টহল দল।
পরবর্তীতে বিজিবি সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হয় এবং শশীদল বিওপির বিওপি কমান্ডার প্রতিপক্ষ বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করলে, উক্ত নাগরিকের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেয়।